আড়াইহাজারে গাড়ি ভাঙচুর, দেড় হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

শুভদিন অনলাইন রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিআরটিসির গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় দেড় হাজার অজ্ঞাতপরিচয় তাঁত শ্রমিকের বিরুদ্ধে গতকাল বুধবার একটি মামলা করা হয়েছে। বিআরটিসির গাড়ির চালক আহসান উল্যাহ বাদী হয়ে মামলা করেন। তবে এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৪ মে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেট্রো-ব-১৫-৫৫০৬ নম্বরের যাত্রীবাহী বিআরটিসির একটি বাস কুড়িল বিশ্বরোড থেকে আড়াইহাজার বিশনন্দী মেঘনা ফেরিঘাট এলাকায় যাচ্ছিল।
এ সময় স্থানীয় রামচন্দ্রী ব্রিজের সামনে দেড় হাজার অজ্ঞাতপরিচয় শ্রমিক হাতে লাঠিসোঁটা, রড ও ইটপাটকেল নিয়ে বাসের গতিরোধ করে। তারা বাসের ভেতরে ঢুকে চালককে গালাগালসহ মারধর করে।
এক পর্যায়ে তারা বাসের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

Related posts

Leave a Comment