ক্ষমা

-কাজী মোঃ হাসান

তুমি চলে গেছো আমি চলে যাবো
                        শুধু সময়টা ভিন্ন,
কোথায় ছিলাম কোথায় এলাম
                      তবু হয়ে গেলাম ছিন্ন।
মাঝে কতোদিন লেনাদেনা ঋণ
                      চিনি নি আপন পর,
করি ভোজবাজি কতো সঙ সাজি
                      বানালাম বাড়িঘর।
আরো আরো করে গোলা গেছে ভরে
                      তবু কোথা’ নাই শান্তি,
এ কেমন জ্বালা অতৃপ্তের মালা
                      জেনে বুঝে করি ভ্রান্তি।
কতদিন হবে এসেছি এ ভবে
                      চুল দাড়ি হলো সাদা,
আজ ভাবি বসি হিসেবটা কষি
                    পুঁজি মোর নাই বাঁধা।
ভেবে ভেবে মরি এখন কি করি
                   প্রভু মোরে দয়া করো,
হে অন্তর্যামী তুমি শুভকামী
                  ক্ষমা করে হাত ধরো।
দুই পাড়ে যত বাধা শত শত
                  দাও সব পার করে,
জান্নাতে তাই পাই যেন ঠাঁই
                   করুণায় ভর করে!

Related posts

Leave a Comment