গাংনীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেহেরেপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দবিস গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে প্রস্তুতমিূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠতি হয়ছে।ে

আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজলো পরিষদ অডিটোরিয়ামে গাংনী উপজলো আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের সভাপতত্বিে অনুষ্ঠতি প্রস্তুতি সভায় প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে মেহেরেপুর-২(গাংনী) আসনরে জাতীয় সংসদ সদস্য গণ-মানুষের নেতা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় সকল স্তরের জনগণকে নিয়ে পালন করতে হবে।জামায়াত বিএনপির ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মমিউর রহমান, গাংনী উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা পরিষদের মহিলা বাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।

গাংনী পৌর আওয়ামী যুবলীগের সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম, ষোলটাকা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মান্নান, কাথুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলজার হোসেন, ধানখোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আজগর,রাইপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, সেক্রেটারী হাফিজুর রহমান মখলেচ, সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, ছাত্রলীগ নেতা ডালিম রানা প্রমুখ।

জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিবসটি পালনে নানা কর্মসূচী গৃহিত হয়েছে। সকাল ৮ টার সময় শহীদ রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র‌্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এসব কর্মসূচী পালনে একাধীক উপ কমিটি গঠন করা হয়েছে।প্রস্তুতি সভায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ , ছাত্রলীগ ও আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment