গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

বে-আইনীভাবে বন্ধ ঘোষিত স্যাবল টেক্স লিঃ (উইন্ডি গ্রুপ) এবং হোয়াট সোয়েটার লিঃ ( ন্যাচারাল গ্রুপ)এর ৪৫০ জন শ্রমিকের এপ্রিল এবং মে মাসের বকেয়া বেতন ভাতা এবং ঈদ বোনাস পরিশোধ এবং বে-আইনীভাবে বন্ধ ঘোষিত কারখানা খুলে দেয়ার দাবীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ ৪ জুন, ২০২০ বেলা ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে গার্মেন্টস শ্রমিক মানববন্ধন ও কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি মিস সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রফিক এবং স্যাবল টেক্স লিঃ ও হোয়াট সোয়েটর লিঃ-এর ক্ষতিগ্রস্থ শ্রমিক প্রমুখ ।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব কামরুল হাসান।
বক্তারা বলেন, আশুলিয়ায় অবস্থিত স্যাবল টেক্স লিঃ (উইন্ডি গ্রুপ)। উক্ত কারখানার মোট শ্রমিক প্রায় ১৬০০জন।
শ্রমিকেরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। কারখানা কর্তৃপক্ষ গত ২৬.৩.২০২০ ইং তারিখে নোটিশ প্রদান করে কারখানাটি সাধারণ ছুটি ঘোষনা করে ১৫.৪.২০২০ তারিখে খোলার কথা উল্লেখ করেন। ১৫.৪.২০২০ তারিখে পুনরায়
২৬.৪.২০২০ তারিখে সাধারণ ছুটি বহাল রেখে নোটিশ প্রদান করেন। ২৬.৪.২০২০ তারিখে পুনরায় ১৩.৫.২০২০ তারিখে সাধারণ ছুটি বহাল রাখিয়া কারখানা খোলার কথা উল্লেখ করেন। ১৩.৫.২০২০ তারিখে ১.৬.২০২০ তারিখে
কারখানা খোলার কথা উল্লেখপুর্বক নোটিশ প্রদান করেন। কিন্তু গত ১.৬.২০২০ তারিখে শ্রমিকগণ কারখানায় গেলে কারখানা
বন্ধ এবং ছাঁটায়ের নোটিশ গেটে দেখতে পান। যাহা অসৎ শ্রম আচরণের সামিল।
উল্লেখ যে, সরকার এবং বিজিএমইএ এর সিদ্ধান্ত মতে মে মাস থেকে কোন ধরনের শ্রমিক ছাঁটাই, লে-অফ
করিবেন না বলে চুক্তিতে স্বাক্ষর করেন।
আশুলিয়ায় আরো একটি কারখানা হোয়াট সোয়েটার লিঃ (ন্যাচারাল গ্রুপ)। উক্ত কারখানার মোট শ্রমিক প্রায় ৪৫০
জন। শ্রমিকেরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। কারখানা কর্তৃপক্ষ এর ৪৫০ জন শ্রমিকের (এপ্রিল এবং মে মাসের) বকেয়া
বেতন ভাতা এবং ঈদ বোনাস পরিশোধ করেন নাই। শ্রমিকরা এপ্রিল এবং মে মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় এরা
চরম দূর্ভিক্ষের মুখামুখি।এরা ঘরভাড়া দিতে পারছে না বলে অধিকাংশ শ্রমিককে বাড়ীওয়ালারা বাড়ীতে বের করে দিয়েছে। ফলে
এরা নিরাআশ্রয়। দোকানদারের বাকী টাকা দিতে পাড়ছে না বলে  দোকানদাররা প্রতিনিয়ত এদের নাজেহাল করছে। টাকা পয়সা
না থাকার কারনে এরা অধিকাংশ সময় না খেয়ে থাকতে বাধ্য হচ্ছে। করোনা ভাইরাসে এই মহামারির সময়ে ২ মাসের বেতন
ভাতা না পাওয়ায় এদের জীবনে মহামারি সাথে চরম দূর্ভিক্ষ যোগ হয়েছে ’’
বক্তারা অবিলম্বে, বে-আইনীভাবে বন্ধ ঘোষিত স্যাবল টেক্স লিঃ (উইন্ডি গ্রুপ) খুলে দেয়া অথবা আইনানুগ পাওনাদি
পরিশোধ এবং হোয়াট সোয়েটার লিঃ (ন্যাচারাল গ্রুপ) এর ৪৫০ জন শ্রমিকের (এপ্রিল এবং মে মাসের) বকেয়া বেতন ভাতা ও ঈদ
বোনাস পরিশোধের জন্য সরকার এবং বিজিএমই প্রতি জোর দাবী জানান।-প্রেস বিজ্ঞপ্তি।

Related posts

Leave a Comment