চা খাওয়ার পয়সা ছিল না, তারা এখন ব্যাংকের মালিক:জয়নুল আবদিন

শুভদিন অনলাইন রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে যাদের চা খাওয়ার পয়সা ছিল না, তারা এখন ব্যাংকের মালিক। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই এক হয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদের উদ্যোগে জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫২ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে। তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. মাইন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক প্রমুখ।

Related posts

Leave a Comment