দূর্গাপূজার অষ্টমীতে অমল পোদ্দারের উদ্যোগে ১৫০০ শত গরিব দুখীর মাঝে বস্ত্র বিতরণ

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায় পোদ্দার বাড়িতে সনামধন্য ব্যবসায়ি বাবু অমল পোদ্দার (সিআইপি) এর উদ্দ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ঝমকালো ভাবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজার আয়োজন করা হয়। তাছাড়া প্রতি বছরের ন্যায় এবারও পূজকে ঘিরে সকল ধর্মের গরিব দুখী মানুষের মাঝে পোষাক বিতরন করা হয়। ৩ অক্টোবর সোমবার বিকেল ৪ টায় প্রায় ১৫০০ শত গরিব দুখীদের বস্ত্র বিতরন করা হয়। এই ১৫০০ শতদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও দৃশ্যমান ছিলো। এই আয়োজনে পানাম গ্রুপের চেয়ারম্যান বাবু অমল পোদ্দার (সিআইপি) নিজ হাতে সকলকে বস্ত্র বিতরণ করেন। বাবু অমল পোদ্দার সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন লের বাংলাদেশ গড়ার লক্ষে গরিব দুখীদের মাঝে ছিলাম আছি ও থাকবো। এসময় উপস্থিত ছিলেন, প্রদীপ পোদ্দার, বাদল পোদ্দার, বিমল পোদ্দার, খোকন ভূঁইয়া, এজিএম সুকুমার সাহ, ডিজিএম হামিদুর রহমান, ডিরেক্টর আবির পোদ্দার ও রনি পোদ্দার বাপ্পী।

Related posts

Leave a Comment