প্রিয়তম

-বাতেন বাহার

চােখ যার কবিতার উপমা ও ভাষা
মন যার নীলিমার ঘন নীল আশা
জীবনের গতিময় বাণী যার মুখে
তার কথা সততই বাজে প্রিয় বুকে।

বুকে যার মমতার অফুরান গান
গানে প্রেম ভালবাসা প্রীতি প্রতিদান
সাগরেরর মতাে যার অসীম হৃদয়
চিরদির বাজে তার অমলিন জয়।

সততার পাঠ যার বুকের গভীর
হিমালয় সম তার সদা উঁচু শির
তাই কথা কাজে যিনি হিমালয় সম
ঘরে ঘরে চিরদিন তিনি প্রিয়তম।

(কিশোর বেলার মাকে-পৃষ্ঠা-৩৬)

 

Related posts

Leave a Comment