ফেনীর কিংবদন্তি নেতা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম খাজা আহমেদের ৪৪ তম জন্মদিন

এস এইচ খোকন,ফেনী:

ফেনীর রাজা খ্যাত সাবেক সংসদ সদস্য ও জেলা গভর্নর প্রয়াত আওয়ামী লীগ নেতা এবং ফেনী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা খাজা আহমদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৯ মে)। ১৯৭৬ সালের এদিনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।ক্লাবের পক্ষ থেকে তাঁর বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রেন সাংবাদিকরা।এছাড়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে,১৯১০ সালের মার্চ মাসে রামপুর সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব খাজা আহম্মদ। আপামর জনগণের বন্ধু খাজা আহমদ কিশোর বয়সেই পরাধীনতার নাগপাশ থেকে বৃটিশবিরোধী আন্দোলনে স্বাধীনতা অর্জনের জন্য উৎসর্গকৃত একজন মুসলিম যুবনেতা রূপে আবির্ভূত হন। পাকিস্তান আন্দোলনের চরম মুহূর্তে ভারতীয় মুসলমানদের স্বাধিকার আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে খাজা আহমদ ছিলেন প্রথম সারির নেতা। যুক্তফ্রন্টের তরফ থেকে ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭০ সালে এমএনএ নির্বাচিত হন তিনি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মরহুম খাজা আহমদের মৃত্যবার্ষিকীতে ফেনীর জমিন পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

Related posts

Leave a Comment