মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১৫৭ জন

শুভদিন অনলাইন রিপোর্টার:

করোনাভাইরাস মহামারীর মধ্যে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১৫৭ জন বাংলাদেশি। মালদ্বীপের রাজধানী মালে থেকে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে ১৫৭ জন বাংলাদেশি শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছান বলে ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম জানিয়েছেন।
মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

Related posts

Leave a Comment