মেহেরপুরে ভাইস চেয়ারম্যান আবুল হাশেম ও গাংনী পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোতালেব হোসেন নির্বাচিত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে-২০২২ ফলাফলে আবুল হাশেম স্বতন্ত্র প্রার্থী হিসাবে (চশমা) প্রতীকে ১৫ হাজার ৩০৪ ভোটে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৯ শ’ ৮৩ ভোট। ৮৮ ভোট কোন্দ্রের ফলাফলে মোট বৈধ ভোটার সংখ্যা২৪ হাজার ৪ শ’ ৭৯ ভোট । কোন ভোট বাতিল হয়নি।তার নিকটতম প্রার্থী নিশান সাবের স্বতন্ত্র প্রার্থী (মাইক ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ৫শ ৬৮ ভোট।
অন্যদিকে গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বড় ব্যবধানে মোতালেব হোসেন (পাঞ্জাবী ) প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৮ শ’ ১৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর বদরুল আলম বুদু (টেবিল ল্যাম্প ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৪৭। এছাড়াও প্রার্থী শফিউল আলম  (উটপাখি) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫০ এবং নির্বাচন থেকে সরে দাড়ানো প্রার্থী ছানোয়ার হোসেন (পানির বোতল ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ৪৯। বুধবার শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ভোট পোল হয়েছে ১ হাজার ৬৬১ জন।
উল্লেখ্য, গাংনী পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলীর মৃত্যুর কারনে পদটি শুন্য হলে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে এ নির্বাচনের ফলাফল ঘোষনার পর সব নির্বাচিত কাউন্সিলর মোতালেব হোসেনকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ঞ্জাপন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Related posts

Leave a Comment