শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলেন বিক্ষোভকারীরা

শুভদিন অনলাইন রিপোর্টার:

শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ শনিবার (৯ জুলাই) বিপজ্জনক মোড় নিয়েছে। এদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। এর আগে গোটাবায়াকে বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে।
সর্বশেষ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে।
খবরে বলা হয়েছে,দেশটির প্রধানমন্ত্রীর গাড়িতেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে।দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে জোর করে ঢুকে পড়েছে এবং আগুন দিয়েছে।

 

Related posts

Leave a Comment