হাইকোর্টে শপথ নিলেন নতুন ১১ বিচারপতি

শুভদিন অনলাইন প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শুরুতে নিয়োগপ্রাপ্ত বিচারপতি, সাবেক জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী শপথ গ্রহণ করেন। পরে একে একে কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্ল্যাহ, অ্যাডভোকেট এসএম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট এ কে এম রবিউল হাসান শপথ গ্রহণ করেন।

Related posts

Leave a Comment