উত্তরণের পথে

-বাতেন বাহার

বদ্ধ ঘরের অন্ধকারে
বাতাস চলাচলের দরজা জানালা ছিল না
তাই তোষামোদ শিল্পের কদর ছিল
খেতাবি পুরস্কারে ভূষিত মূর্খ পূর্বপুরুষের মনে
এ নিয়ে বড়াই ছিল বরাবর
অর্ধশিক্ষিত মানুষগুলো তাতেই অভ্যস্ত হয়ে
জন্ম দিয়েছে মেরুদণ্ডহীন গণ্ডমূর্খ।

অন্ধকারে পথচলা মানুষ
দিন ও রাতের তফাৎ বোঝে না
তাই পূর্বপুরুষের গতানুগতিক পথে
হাঁটতে অভ্যস্ত ইতিহাস যেদিকে চলুক।

কিন্তু ফুল এখন রক্তের
গান রণতূর্যের
কবিতারা এখন শব্দ-সৈনিক
সচেতন মানুষ তাই
আলো আর উত্তরণের পথে হাঁটছে
প্রতিদিন প্রতিক্ষণ আলোর বিশ্বাসে।

(অসভ্য সভ্যতা থেকে)

 

 

Related posts

Leave a Comment