ভালোবাসা

-কাজী মোঃ হাসান
(সাবিরা বানু রোনা আপার “প্রশ্ন”-এর জবাবে)
নিশ্চয়ই মানুষ মানুষকেই ভালোবাসে
অমানুষকে নয়।
তাইতো গাছে গাছে ফুল ও ফসল ছুঁতে
ভ্রমর অলিরা আসে।
শুধু লোক দেখানো তিন দিন স্মৃতিচারণে
থেমে যায় কি বুকের গভীরের তোলপাড়?
কই, নাতো?
বরং রাতদিন অহর্নিশি ঝরা পাতা শেষে
ব্যাকুল বসন্ত এসে
ভাঙ্গা মনটাতে ধাক্কা দেয় চৈতি হওয়ার মতো
ঘুঘু ডাকা শান্ত স্বপ্নীল দুপুরে শত
ব্যস্ততার মাঝেও একান্তে বারবার।
যেনো সমুদ্র স্নান শেষে বসন্ত উল্লাসে
নতুন পাতারা আসে,
আগামীর নিশ্চিত আশ্বাসে।
প্রকৃতির কাছে শেখা এই আহ্বান
মানুষ কী উপেক্ষা করতে পারে?
কখনো পারেনি আজও নয়।
তাই নতুন প্রভাতে সবাই হাসে,
এবং নিশ্চয়ই মানুষ মানুষকেই ভালোবাসে!

Related posts

Leave a Comment