অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

শুভদিন অনলাইন রিপোর্টার:

ভারতে অযোধ্যায় বাবরী মসজিদ বনাম রাম জন্মভূমি বিতর্ক মামলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বিত বেঞ্চ। রায় পুনর্বিবেচনার জন্য ১৮ টি আবেদন জমা পড়েছিল। আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সবকটি আবেদনই খারিজ করে দেওয়া হয়েছে।
আবেদনের কোনও গ্রহণযোগ্যতা না থাকায় গত ৯ নভেম্ভর দেওয়া রায় পুনর্বিবেচনা করার ভিত্তি নেই বলে আদালত জানায়। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছিল। অন্যদিকে, সরকারকে মসজিদের জন্য বিকল্প পাঁচ একর জমির বন্দোবস্ত করতে বলা হয়।
এনিয়ে মুসলিমদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হওয়ায় মুসলিমদের একাধিক সংস্থার পক্ষ থেকে আদালতে রায় পুনর্বিবেচনার দাবি জানানো হয়। জমিয়তে উলামায়ে হিন্দ সমর্থিত এক আবেদনে বলা হয় পূর্ণ ন্যায়বিচার কেবল তখনই করা হবে যখন মসজিদটি পুনর্নির্মাণ করা হবে। ওই কাঠামোটি সবসময়ই একটি মসজিদ ছিল এবং তাতে মুসলিমদের একচেটিয়া  কর্তৃত্ব ছিল। তাঁরা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ওই মামলার পুনরায় শুনানির দাবিও জানিয়েছিলেন।
অন্যদিকে, অযোধ্যায় মুসলিমদের বিকল্প পাঁচ একর জমি দেওয়ার বিরোধিতা করে হিন্দু মহাসভা ও সংশ্লিষ্ট অন্য সংগঠন রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। কিন্ত আজ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বিত বেঞ্চ উভয়পক্ষের সমস্ত আবেদনই খারিজ করে দিয়েছে। -পার্সটুডে

Related posts

Leave a Comment