বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার পারসিন্দুরপুর গ্রামে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় স্বপন মন্ডল (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্বপন মন্ডল উপজেলার দেউলিয়া গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। স্বপন পেশায় একজন কবিরাজ। সে বদলগাছীর হঠাৎপাড়ায় বসবাস করছিল।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় স্থানীয় একজন গ্রামবাসি ছাগল ছাগল নিয়ে মাঠে যাবার সময় পাশের জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় স্বপনের মৃতদেহ দেখে চিৎকার করলে এলাকাবাসি ঘটনাস্থলে ছুটে যায়। পরে লোকজন বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত-স্বপনের লাশ উদ্ধার করে।
নিহত স্বপনের শ্বশুড় আব্দুল জোব্বার বলেন, কয়েকদিন পূর্বে স্বপন পারসিন্দুরপুর গ্রামের বুড়িতলা নামক স্থানে তার ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা বাড়ির কাজে বাধা দেয় এবং তাকে মারধর করে জমি থেকে তাড়িয়ে দেয়। এই বিষয়টি আপোষ করার জন্য গতকাল বৃহস্পতিবার স্বপনকে ওই ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। এরপর স্বপন আর বাড়ি ফিরেনি। তাই আমরা অনুমান করছি জমি সংক্রান্ত জের ধরে তারা পরিকল্পনা করে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়ছে। স্বপনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলেই হত্যার মূল রহস্য সম্পর্কে জানা যাবে।