শুভদিন অনলাইন রিপোর্টার:
ভারতের সংশোধনী নাগরিক আইনের প্রতিবাদের জেরে রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে।
এ ঘটনার পর জামিয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মুম্বাইয়ে এক প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিলেন টিভির পরিচিত মুখ সুশান্ত সিং। পাশাপাশি জামিয়ার ঘটনার নিন্দা করে বক্তব্যও রাখেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই অনেকে শেয়ার করেন। এবার সেই ঘটনায় জেরে কার্যত ‘চাকরি’ হারাতে হলো সুশান্ত সিংকে।
‘দ্য লিজেন্ড অফ ভগত সিং’-এ সুখদেবের চরিত্রে অভিনয় করা সুশান্তকে ‘সাবধান ইন্ডিয়া’ থেকে সরিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ। ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বহিষ্কারের খবর নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। প্রতিবাদের জন্যই যে ‘ছোট্ট দাম দিতে’ হল, তাও টুইটেই জানিয়েছেন সুশান্ত।
ভারতীয় গণমাধ্যম এই সময়’র খবর, এরপরই সুশান্তের সমর্থনে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার সমর্থনে একের পর এক পোস্ট করেন নেটিজেনরা। সূত্রের খবর, সুশান্তের পরিবর্তে অভিনেতা আশুতোষ রানাকে দেখা যাবে ‘সাবধান ইন্ডিয়া’য়।