সরকার শীতার্তদের পাশে আছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শুভদিন অনলাইন প্রতিনিধিঃ  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, ভৌগোলিক কারণে  বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ এলাকা। তবে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত। সারা দেশে এখন শৈত্যপ্রবাহ জেঁকে বসেছে। দেশের কোনো মানুষ যাতে  শীতে কষ্ট না পায় সেজন্য সরকার সতর্ক। শীতার্ত মানুষকে শীতের কাপড় দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৪ হাজার মানুষের মাঝে ১টি করে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন-সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Related posts

Leave a Comment