রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য গঠনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল তিনটায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাকসু আন্দোলন মঞ্চের আাহ্বায়ক আবদুল মজিদ অন্তর বলেন, সারাদেশে আজ সন্ত্রাস আর দখলদারিত্বের মাধ্যমে শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছাত্রদের কথা বলার অধিকার ও মুক্তবুদ্ধর চর্চাকে বাধাগ্রস্ত করার মাধ্যমে স্বৈরশাসন কায়েম রাখার জন্য সরকার তার সন্ত্রাসী বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ছাত্রসমাজের নেতৃত্বই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে। তাই দলমতের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসকে রুখে দিতে হবে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম বলেন, আমরা সন্ত্রাসমুক্ত একটি গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি প্লাটফর্ম গড়ে তোলার জন্য এখানে সমবেত হয়েছি। দেশের প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীরা হামলার শিকার হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সন্ত্রাস মোকাবেলায় ছাত্রসমাজের দায় রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গোটা ছাত্রসমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাবি শাখার সভাপতি মহব্বত হোসেন মিলনের সভাপতিত্বে ও রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক জিন্নাত আরার সঞ্চালনায় সভায় উপস্থিত বক্তারা বর্তমান পরিস্থিতি সাপেক্ষে করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় সন্ত্রাসবিরোধী অবস্থান জোরালো করার লক্ষ্যে আলোচনার ডাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।