শুভদিন অনলাইন রিপোর্টার:
ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল। এতে টানা দুই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ল তারা। অন্যদিকে টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি আর্সেনাল।
ম্যাচের ৮ম মিনিটে নিকোলাস পেপের গোল থেকে এগিয়ে যায় মাইকেল আর্তাতার শিষ্যরা। বিরতিতে যাওয়ার আগে আর্সেনালের ব্যবধানটা দ্বিগুণ করে দেন সক্রেতিস পাপাস্তাস্থোপোলোস।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল ওলে গানার সুলশারের দল। কিন্তু ডেভিড লুইস-সক্রেতিসদের রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হয় অ্যান্থনি মার্শাল-মার্কাস রাশফোর্ডরা। শেষ পযর্ন্ত ব্যবধানটা ধরে রেখে কোচ আর্তাতাকে প্রথম জয় উপহার দেয় মেসুত ওজিল-লাকাজাত্তেরা।
এই জয়ে ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার টেবিলে দশম স্থানে ওঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইউনাইটেড।