শামিম হাসান খান, কুষ্টিয়া, কুমারখালী:
উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামে পোল্ট্রি ফার্মের মালিক মৃত ইয়াকুব ওরফে বিষের ছেলে স্বাধীন পোল্ট্রি হাউসের স্বত্বাধিকারী মোঃ তারিকুল ইসলাম স্বাধীনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে গেছে।
মোঃ আনোয়ার হোসেন পিতা মৃত ইয়াকুব আলী গ্রাম আলাউদ্দিন নগর ও মোঃ দিদার হোসেন পিতা মোঃ ফজলুল হক গ্রাম পুঁটিয়া সহ ২৬ জনের স্বাক্ষর সম্বলিত গণ পিটিশনের প্রেক্ষিতে জানা যায়, বিগত ৩ বছর পূর্বে স্বাধীন তার বাড়ি সংলগ্ন পোল্ট্রি ফার্ম ছোট পরিসরে শুরু করে পরবর্তীতে বৃহৎ পরিসরে ফার্মের কার্যক্রম শুরু করার পর থেকেই দুর্গন্ধের করনে পরিবেশ দূষণ হতে থাকলে এলাকাবাসী স্বাধীনকে অভিযোগ দিলে সে কারো কথার কর্ণপাত না করে তার ব্যবসার ধারাবাহিকতা চালিয়ে যেতে থাকে।
এলাকায় ফার্মের দুর্গন্ধের কারনে প্রচুর মাছির প্রাদুর্ভাব দেখা দেয়ায় তারা খেতে বসলেও মাছির অত্যাচারে মশারী দিয়ে খেতে বসতে হয় এবং ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার কারনে এলাকাবাসী সম্মিলিত ভাবে স্বাধীনকে চাপ প্রয়োগ করলে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সে তাদেরকে বলে প্রয়োজনে বাড়ি বিক্রি করে চলে যেতে। কুমারখালী রাগিব হাসান কলেজের শিক্ষকের মুখে এমন কথা শুনে এলাকাবাসী স্তম্ভিত হয়ে যায়। এবং যে কারনে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ও নন্দলালপুর ইউপি চেয়ারম্যানের নিকট গণপিটিশন প্রেরণ করে।
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, স্বাধীনের পোল্ট্রি ফার্মের পিছনে পানিতে প্রায় ২০০ মরা মুরগী ভেসে থাকতে এবং পচা মুরগীর দুর্গন্ধে একজন সংবাদকর্মী বমি করে ফেলে। এবিষয়ে স্বাধীনকে জিজ্ঞাসা করলে সে জানায়, আমি ৯ বছর যাবত পোল্ট্রি ফার্ম চালাচ্ছি কোন দুর্গন্ধ ছড়াচ্ছেনা। মরা মুরগী পানিতে ফেলার বিষয়ে জানায় পরবর্তীতে আর ফেলবেনা। আবাসিক এলাকায় ফার্ম করে বসতিদের সমস্যা সৃষ্টি করা যায়না এমন প্রশ্নের উত্তরে সে বলে কুমারখালীতে বহু ব্যাক্তি আবাসিক এলাকায় ব্যবসা করছে। এবং সে আরো জানায় গত কয়েকদিন আগে ইউপি চেয়ারম্যান মোঃ নওশের আলী শালিসী বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত দেয় কোন সমস্যা নাই ব্যবসা চালিয়ে যেতে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ নওশের আলী জানান, সরকার যেখানে দেশকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র সৃষ্টি করছেন। সেইক্ষেত্রে আমি কিভাবে তাকে ফার্ম বন্ধ করার নির্দেশ দিব।
এবিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী জানান স্বাধীন পোল্ট্রি হাউসের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে দেখা যায় তার পরিবেশের কোন ছাড়পত্র নাই। ইতিমধ্যে তাকে পরিবেশের ছাড়পত্র দ্রুত গতিতে দেখাতে বলা হয়েছে না দেখাতে পারলে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।