জবিতে র‍্যাগিং নিষিদ্ধ

শুভদিন অনলাইন রিপোর্টার:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। র‍্যাগিংয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সতর্কতা জানিয়ে রেজিস্ট্রার দফতর থেকে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে র‍্যাগিংয়ের কোনো অভিযোগ নেই, তবুও সদ্য ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা র‍্যাগিংয়ের অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিরুদ্ধ জিরো টলারেন্স। এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আমাদের জানানোর অনুরোধ করছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

Related posts

Leave a Comment