যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে না, এদেশে রাজনীতি করার অধিকার তাদের নেই -আইনমন্ত্রী

শুভদিন অনলাইন প্রতিনিধিঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে না, বাংলাদেশে রাজনীতি করার অধিকার তাদের নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যতদিন না মানবে, ততোদিন এদেশে রাজনীতি করতে পারবে না।

আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাড়ে ৩ বছরে বাংলাদেশের যতটুকু পুনর্গঠন সম্ভব সেটা বঙ্গবন্ধু করে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষকে বঙ্গবন্ধু হৃদয়ে স্থান দিয়েছিেেলন, সেই দেশের একটি কুচক্রী মহল তাঁকে হত্যা করেছে। পাকিস্তানীরা যেটা পারেনি এই মহলটি সেটা করেছে।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা না থাকলে আজকে হয়তো বঙ্গবন্ধু হত্যার বিচারও পেতাম না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। আমাদের বঙ্গবন্ধুর কাছে অনেক ঋণ আছে। এখন সময় এসেছে ঋণ শোধ করার। আমরা যে তাঁকে হৃদয়ে স্থান দিয়েছি সেটা প্রমাণ করার সময় এসেছে। এটা প্রমাণ করার একটাই পথ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করা। ১৭ কোটি মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে সোনার বাংলা গড়তে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী সংসদ সদস্য তোফায়েল আহমেদ, পিএসসি’র সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ বক্তব্য রাখেন।

Related posts

Leave a Comment