শুভদিন অনলাইন প্রতিনিধিঃ
ফিলিপাইনের টাল আগ্নেয়গিরির লাভা উদগিরণ হতে শুরু করেছে। যেকোন সময় বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ টি শহরের লোকজনকে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া ম্যানিলা আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষ ‘আগ্নেয়গিরি সুনামি’ সতর্কতা জারি করেছে। আশপাশের বেশ কয়েকটি এলাকায় ছাই ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মুখোশ পরার পরামর্শ দেয়া হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে ৮ হাজার গ্রামবাসীকে ৩৮ টি উদ্ধার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৭০ কিলোমিটারদক্ষিণে অবস্থিত এ আগ্নেয়গিরি থেকে সোমবার ভোরের দিকে দুর্বল লাভা প্রবাহিত হতে শুরু করে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি এবং ভূমিকম্প বিভাগ এক বিবৃতিতে জানায়, রাত ২টা ৪৯ থেকে ৪টা ২৮ মিনিটের মধ্যে টাল আগ্নেয়গিরি অস্থিরতা প্রকাশ করে। এ সময় চৌম্বকীয় বিস্ফোরণ ঘটে।
টাল দেশটির দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি। গত ৪৫০ বছরে এই আগ্নেয়গিরি থেকে অন্তত ৩৪ বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা।