শুভদিন অনলাইন রিপোর্টারঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে।
এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুশৃঙ্খল আছে, তবে ভবিষ্যতে কি হবে তা এখনই বলা যাবে না। দুপুরে লালমনিরহাটে শীতবস্ত্র ও সোলার প্যানেল বিতরণ শেষে এসব কথা বলেন জি এম কাদের।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকারের তরফ থেকে যতটুকু বুঝা যাচ্ছে যে. তাদের কোন অসৎ উদ্দেশ্য নাই। আমার চোখে তো পড়েনি। সকলেই যেভাবে কাজ করছে, আমি খুবই আশাবদী যে একটি সুন্দর, সুষ্ঠ নির্বাচন হবে।