গাংনী(মেহেরপুর)সংবাদদাতা :
‘জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে উৎসব পরিবেশে গাংনীতে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২০ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছ্। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মেলার সমাপণী শেষে পুরস্কার বিতরণ করা হয়। ২ দিনব্যাপী মেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী ও গাংনী সরকারী বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ।
মেলায় উপজেলার সেরা বিদ্যালয়ের সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের ১৮ টি স্টলে প্রকল্প উপস্থাপন এবং উদ্ভাবনী প্রকল্পের উপর বিচার বিবেচনা করে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সন্ধানী স্কুল এন্ড কলেজ, ও গাংনী সরকারী বালিকা বিদ্যালয় ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনোদন দিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ রাখতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।