শুভদিন অনলাইন রিপোর্টারঃ
আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) বর্তমান চেয়ারম্যান, এমডিসহ ১৯ পরিচালকের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ, সকল সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে প্রতিষ্ঠানটির স্বাধীন চেয়ারম্যান ও পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের দুই আমানতকারীর এক আবেদনে এ আদেশ দিয়েছেন হাইকোর্টের কম্পানি আদালত।