শুভদিন অনলাইন রিপোর্টারঃ
স্বাগতিক ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে চারদলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতলো বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের দেয়া ১১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত ‘বি’ দলের ইনিংস থামে ১০৩/৮-এ।
আজ বিহারের পাটনায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। ২৫ রানের ওপেনিং জুটি ভাঙে শামীমা সুলতানা (১৪ বলে ১৩) রান আউটের শিকার হয়ে ফিরলে। সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুনের ব্যাটে বড় স্কোরের পথে এগেচ্ছিলো বাংলাদেশের ইনিংস। ১৪তম ওভারে সানজিদা ও মুর্শিদা ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন তারা। শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানার ১৮ রানে ১১৭/৭-এর চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।
১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন রান না করতেই প্রথম উইকেট হারায় ভারত ‘বি’ দল। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৩/৮-এ থামে ভারত ‘বি’ দলের ইনিংস। ২টি করে উইকেট নেন জাহানারা আলম ও সালমা খাতুন।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চার দলের এ টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নেয় থাইল্যান্ড, ভারত ‘এ’ ও ‘বি’ দল।
সংক্ষিপ্ত স্কোর:-
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৭/৭ (সানজিদা ৩৪, মুর্শিদা ৩৪, নিগার সুলতানা ১৮; তানুজা ৩/১৪)
ভারত ‘বি’ নারী দল: ২০ ওভারে ১০৩/৮ (টিএস হাসাবনিস ৩৪, তানুজা ২১, জাহানারা ২/১৭, সালমা ২/১৮)