মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন, দগ্ধ ১

শুভদিন অনলাইন রিপোর্টারঃ

রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ নগরীর বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।
এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন।

Related posts

Leave a Comment