শুভদিন অনলাইন রিপোর্টারঃ
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। ট্রফি হাতছাড়া হওয়ায় সিরিজের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখেই হয়তো দলে থাকা সবাইকে খেলার সুযোগ দিতে চান বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
সোমবার লাহোরে অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ঠিক আগে বাংলাদেশ দলের কোচ বলেছেন, সিরিজে আমরা ২-০তে পিছিয়ে রয়েছি। স্কোয়াডে তিনজন এখনও খেলোর সুযোগ পায়নি, ওরা অবশ্যই আসবে দলে। আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। আরও কিছু বিকল্প আমরা ভেবে দেখব।
দ্বিতীয় ম্যাচে চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়তে পারেন সৌম্য সরকার, তরুণ ওপেনার নাইম শেখও। এ ছাড়া দলে থাকা অন্যদের সুযোগ দিতে বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমানও।
শেষ ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন পেসার রুবেল হোসেন, সবশেষ বিপিএলে সেঞ্চুরি হাঁকানো ওপেনার নাজমুল হোসেন শান্ত, অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, মেহেদী হাসান, লিটন দাস, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।