শুভদিন অনলাইন রিপোর্টারঃ
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন সাবেক বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও তার মেয়ে জিয়ান্না। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কোবি ব্রায়ান্টের মৃত্যুতে সমবেদনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন:
যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচণ্ড শোকাহত। সেইসাথে তাঁর পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।