শুভদিন অনলাইন রিপোর্টারঃ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার পদত্যাগ দাবি করেছে বিএনপি। তার উত্তরে তিনি বলেছেন, ‘কেউ চাইলেই তিনি পদত্যাগ করবেন না।’নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। কত শতাংশ ভোট পড়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নিশ্চিত নয়, ফলাফল আসতে শুরু করেছে। তবে ৩০ শতাংশ এর নিচে ভোট হতে পারে।’‘ ভোট কারচুপির অভিযোগে একটি রাজনৈতিক দল আপনার পদত্যাগ দাবি করেছেন, আপনি কি পদত্যাগ করবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না।ভোটগ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আমি নিজে যে কেন্দ্রে গিয়েছি সেখানে আওয়ামী লীগ বিএনপিসহ সব দলের এজেন্ট ছিল। আর তাদের যদি বের করে দেওয়া হয় তাহলে অভিযোগ করতে হবে। বের করে দেওয়ার কোনো অভিযোগ কমিশন পায়নি।’এজেন্টদের কাগজে লিখে ফলাফল দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাগজে লিখে ফলাফল দেওয়া সম্ভব নয় এবং এটি করাও হয়নি। ইভিএমে কখনও একজনের ভোট অন্যজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই লোক আর ভোট দিতে পারেন না।’