মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। শনিবার সকাল ১০ টার দিকে এ ক্যাম্পের উদ্বোধন করেন গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী দাতো মোঃ একরামুল হক।
গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ ছামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ড. আশরাফুজামান, জনপ্রশাসন মন্ত্রানালায়ের উপসচিব সিরাজুল ইসলাম, কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. সাইফুল ইসলাম ও গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহাবুব হোসেন। মেডিকেল ক্যাম্পে মেডিসিনি, সার্জারী, শিশু সার্জারী ও শিশু রোগ, গাইনী ও হাড় জোড়াসহ ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ব্যবস্থাপনাপত্র ও জরুরী ঔষধ প্রদান করছে। গাংনী উপজেলার প্রায় তিন হাজার গরিব-অসহায় মানুষের সেবা প্রদান করা হয়।
বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে মেহেরপুরে ডাক কর্মচারীদের সম্মেলন
বাংলাদেশ পোস্টাল (ইডি) শাখা ডাক কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির দাবীতে উদ্যোক্তা সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্টাল (ইডি) শাখা ডাক কর্মচারী মেহেরপুর জেলা শাখার সভাপতি মাসুদ বিশ্বাষ। প্রধান অতিথি ছিলেন, খুলনা দক্ষিণ অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এস.এম ওয়াদুদুল ইসলাম, কুষ্টিয়া বিভাগের পোস্ট অফিস সুপার মতিয়ূর রহমান।
এ সময় বক্তার বলেন, পোস্ট অফিসের ইডি শাখায় যারা চাকুরি করেন তাদের বেতন ভাতা দেওয়া হয় ৪ হাজার ৪শ ৬০ টাকা। যা দিয়ে পরিবার পরিজনদের নিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন করেন তারা। দ্রুত বেতন ভাতা বৃদ্ধিও দাবিও জানান তারা।