বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার মহাস্থানে জুয়ার আসরে বজ্রপাতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। অপর তিনজন একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
রবিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান উত্তরপাড়ায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গড় মহাস্থান গ্রামের ৮ যুবক উত্তরপাড়ার মোবারক আলীর ইউক্যালিপটাস বাগানে জুয়ার আসর বসায়। বিকেল ৪টার দিকে জুয়ার আসর চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই আসরের ছয়জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য বেলাল মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতরা সবাই চিহ্নিত জুয়াড়ি। তারা প্রতিদিনই বিভিন্ন স্থানে জুয়ার আসার বসিয়ে জুয়া খেলে। রবিবার বিকেলে জুয়া খেলার সময় বজ্রপাতে তারা আহত হন। ‘
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। ‘