মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগরে ট্রেন দুর্ঘটনায় আরিফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়।গত সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন বিকালে সদর উপজেলার আখানগরে চলন্ত ট্রেনের সাথে লেগে আরিফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাতে সে মারা যায়। সে রুহিয়া থানার ডিলারপাড়া গ্রামের আলমের ছেলে। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও ষ্টেশন মাস্টার মোঃ আখতারুল ইসলাম।