ঠাকুরগাঁও পৌরসভার ৪ নং ওয়ার্ড মহিলা লীগের পরিচিতি ও আলোচনা সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আয়োজনে সরকারপাড়াস্থ মিনাল কম্পিউটার একাডেমি সভাকক্ষে গত ২২ জুন বুধবার রাত ৮টায় ওয়ার্ড মহিলা আ’লীগের এক পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়় অনুষ্ঠানে ওয়ার্ড মহিলা আ’লীগের সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী সভাপতি কৃষ্ণা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী সভাপতি দ্রৌপদী দেবী আগার ওয়ালা, সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফজলুল হক,ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ পারভেজ খান, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু সাঈদ সোহেল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মহির উদ্দিনসহ ৪ নং ওয়ার্ড মহিলা লীগের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৪ নং ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক,আশরিফুন নাহার মীরা।

 

Related posts

Leave a Comment