শুভদিন অনলাইন রিপোর্টার:
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালত মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বিঘ্ন সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তাজুল ইসলাম।
পরে আইনজীবী তাজুল ইসলাম জানান, অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১২ জুন চিকিৎসার জন্য ভারত গমনকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকেই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ ধরনের আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করা হলে আদালত রুলসহ আদেশ দেন।