ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ব্যক্তির মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পরে আসলাম (আনুমানিক ৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।২৭ জুন সোমবার বিকালে শীবগঞ্জ রেল স্টেশনের ১শ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার শীবগঞ্জ রেল ষ্টেশন থেকে রোড অভিমূখে প্রায় ১শ গজ উত্তরে ওই ব্যক্তি ট্রেন লাইন পারাপারের সময় কাটা পরেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে শীবগঞ্জ রেল ষ্টেশন মাস্টার মোঃ রিহানুল হামিদ বলেন, ওই ব্যক্তির নাম জানা গেলেও তাৎক্ষনিকভাবে সম্পুর্ন পরিচয় পাওয়া যায়নি। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ষ্টেশন মাস্টার মোঃ আখতারুল ইসলাম।

Related posts

Leave a Comment