শুভদিন অনলাইন রিপোর্টার:
ভারতের পশ্চিমবঙ্গের রেডিও জকি, সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলি। শুক্রবার এক ফেসবুক পোস্টে জানালেন দুঃসংবাদ। ২৭ বছর ধরে যে রেডিও স্টেশনে নিয়মিত শোনা যেত মীরের কণ্ঠ, সেই রেডিও মির্চি ছাড়ার ঘোষণা দিলেন তিনি। সঙ্গে জানালেন, ২৭ বছরের সম্পর্কের ইতি টানতে তার কষ্ট হচ্ছে।
পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে মীর মানেই রেডিও মির্চি। এই রেডিও চ্যানেলে ১৯৯৪ সালের ৬ আগস্ট যোগ দিয়েছিলেন মীর। এরপর থেকেই শহর কলকাতার ঘুম ভাঙতো মীরের কণ্ঠে সুপ্রভাত শুনে।
তবে শুক্রবার (১ জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সামাজিকমাধ্যমে। ক্যাপশনে লেখেন, ‘কষ্ট হচ্ছে। ’
শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়েছেন এত বছর তাকে শোনার জন্য। তবে মির্চি ছাড়লেও রেডিও ছাড়েননি বলেও জানিয়েছেন মীর।