মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদ সহ সাধারন মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নাগরিক অধিকার সুরক্ষার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন। ৫ জুলাই মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় অধিকার সুরক্ষা পরিষদের আয়োজনে মানববন্ধন পালিত হয়।জনাব এ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধিকার সুরক্ষা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু মহিউদ্দিন,আলুচাষী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জামিরুল ইসলাম, সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ ঝাঁ,আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা সকল শিক্ষক নির্যাতন ও হত্যার রহস্য উদঘাটন করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।