পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের জামিন হয়নি, কারাগারে প্রেরণ

শুভদিন অনলাইন রিপোর্টার:

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড শেষে জামিন দেননি আদালত। আজ বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ তালহা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এ সময় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বায়েজিদ তালহার ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ডের টিকটক ভিডিওতে দেখা যায়, সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন তিনি। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি এটা ভিডিও করতেছি, দেহ।’
নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এখন আমার হাতে।’
বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পরে বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক শামসুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম সজীব বলেন, ‘বিজ্ঞ আদালত বায়েজিদ তালহার জামিন আবেদন নামঞ্জুর করেন। এতে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আমরা মিস পিটিশন দায়ের করব।’

Related posts

Leave a Comment