শুভদিন অনলাইন রিপোর্টার:
পূর্ব নির্ধারিত ১২ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) কুরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ডিএনসিসি দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় ৮ ঘন্টারও কম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করে।
এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মাত্র ৯ ঘণ্টায় শতভাগ কুরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। ২টা – রাত ১১টা পর্যন্ত ডিএসসিসির ৫৮টি ওয়ার্ড থেকে কুরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ডিএনসিসির দশটি অঞ্চলে ঈদের দিনে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং প্রায় ৯ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং সরাসরি তদারকি করেছেন।
এছাড়া ডিএসসিসিতে শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে।