এক পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।
এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে বাংলাওয়াশ নিশ্চিত হবে। একই সঙ্গে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের টানা ১১ ম্যাচে হারানোর রেকর্ড হবে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Related posts

Leave a Comment