শুভদিন অনলাইন রিপোর্টার:
ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় স্থানীয় লোকজন এই বিক্ষোভ করেন। একঘণ্টা বিক্ষোভের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে অবরোধকারীরা মহাসড়ক ছাড়েন।
স্থানীয়রা জানান, সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলায় গেল কয়েকদিন থেকে বিদ্যুৎ বিভ্রাট চরমে পৌঁছেছে। দিন ও রাতের অর্ধেক সময়ই থাকে না বিদ্যুৎ। এ অবস্থায় দৈনন্দিন কাজে ঘটছে বিঘ্ন, রাতে ঘুমাতে পারছেন না মানুষ।
ভুক্তভোগিরা জানান, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা। শনিবার সকাল সাড়ে সাতটায় দেখা মেলে বিদ্যুতের। ভ্যাপসা গরমে নির্ঘুম রাত কাটিয়েছেন বেশির ভাগ মানুষ। শনিবার দিনের বেলা বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসার পর রাত ১১টার দিকে ফের চলে যায়। রবিবার সকাল ৮টায় বিদ্যুৎ আসলেও আধা ঘণ্টা পর ফের চলে যায়। বিকাল ৩টা পর্যন্ত টানা দুই ঘণ্টাও স্থায়ী হয়নি বিদ্যুৎ। এ অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে নাজিরবাজারে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এসময় নাজিরবাজারের দু’পাশে সিলেট-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকা পড়ে। এক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে এবং কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা।