শুভদিন অনলাইন রিপোর্টার:
শ্রীলংকায় ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার পার্লামেন্টের আইনপ্রণেতাদের ভোটে তিনি নির্বাচিত হলেন। পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে তিনি ভোট পেয়েছেন ১৩৪টি।
অপর দুই প্রার্থীর মধ্যে দুলাস আলহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট আর অনূঢ়া কুমারা দিসানায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট।
নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হচ্ছেন। শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট চলছে। এ কারণে দেশটিতে রাজাপাকসেদের সরকার উৎখাতে মাঠে নামে বিক্ষোভকারীরা। আন্দোলনের একপর্যায়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে থাকা দুই ভাই গোতাবায়া ও মাহিন্দা রাজাপাকসে পদত্যাগে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালান।