গাংনীতে জাতীয় মতস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মেহেরপুর প্রতিনিধি:

‘ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে, র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে গাংনীতে মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বেলা ১০ টার সময় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পূর্বের জায়গায় শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছে গাংনী উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি (উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা কৃষি অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য লাভলী খাতুন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ্ ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ষোলটাকা গ্রামের বিশিষ্ট মৎস্য খাদ্য উৎপাদন কারী আরিফুল ইসলাম, কাষ্টদহ গ্রামের মৎস্য চাষী আশরাফুল আলম, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কারস্বরুপ ক্রেষ্ট উপহার দেয়া হয়। সফল মৎস্য চাষী হিসাবে তেরাইলের গ্রামের আব্দুল মতিন, ষোলটাকার গোলাম মোস্তফা,সহড়াবাড়ীয়া গ্রামের ছাত্রনেতা জাকির হোসেন ও আকুবপুর গ্রামের নারী উদ্যোক্তা ফাতেমা খাতুনকে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সভায় গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment