রনিকে ডেকেছেন রেলপথ সচিব

শুভদনি অনলাইন প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করা মহিউদ্দিন রনিকে ডেকেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির। তার সঙ্গে দেখা করতে রনি এখন রেলভবনে অবস্থান করছেন।

আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি রেলভবনে আসেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী আসেন। তারা সবাই রেল সচিবের সঙ্গে আলোচনা করতে ভেতরে প্রবেশ করেন। আলোচনার বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচনা শেষে রেল সচিব ও রনি সংবাদ মাধ্যমে কথা বলবেন বলে জানা গেছে।

এর আগে বিকেল চারটার দিকে রনি তার সহযোগীদের নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে। কার্যালয়ের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। এরপরই রেল সচিবের ডাক আসে বলে জানান মহিউদ্দিন রনি।

Related posts

Leave a Comment