নওগাঁয় বিপুল সংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ সদর থানার দয়ালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২হাজার ৭শ ৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এমদাদুল হক (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ এনামুল হোসেনের ছেলে মোঃ এমদাদুল হককে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে কৌশলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তাং ২৯-০৭-২২ইং

Related posts

Leave a Comment