শুভদিন অনলাইন রিপোর্টার:
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একটি মাত্র শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে ডাবলিনের ওই ফাইনালে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটার হিসেবে যার পরিচিতি। অথচ গতকাল হারারে স্পোর্টস গ্রাউন্ডে বল হাতে যা করলেন, তাতে ইতিহাস হয়ে গেছেন মোসাদ্দেক। তিনি মূলত ব্যাটার। দলের প্রয়োজনে অফ স্পিন করেন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম বল থেকে যেভাবে ভেলকি দেখান, তাতেই ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী হন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ইনিংসের প্রথম ৫ উইকেট নেন মোসাদ্দেক। যেখানে সঙ্গী নেই অন্য কোন টাইগার ক্রিকেটার। জিম্বাবুয়েকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে বেঁধে রাখতে সামনে থেকে নেতৃত্বে দেন মোসাদ্দেক সৈকত। স্বাগতিক দলের ইনিংস শেষে অফ স্পিনারের স্পেল ৪-০-২০-৫।
তবে ৫ উইকেট পাবেন তা মোসাদ্দেক কল্পনাও করেননি। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ডানহাতি অফ স্পিনার বলেছেন, ‘আমি দারুণ অনুভব করছি। তবে কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের পরিকল্পনায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি। শুধুমাত্র ভালো জায়গায় বোলিং করতে চেয়েছি। এজন্য সফল হয়েছি।’
আরেক প্রশ্নের জবাবে মোসাদ্দেক যোগ করেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কিভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুইশ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের দলের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি। ৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি।’