গাংনীতে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী , ৮ আগষ্ট শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দবিস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে প্রস্তুতমিূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিিিনম্রন শ্রদ্ধা ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠতি হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার সময় উপজলো পরিষদ সভাকক্ষে গাংনী উপজলো নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতত্বিে অনুষ্ঠতি প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি হসিবেে উপস্থতি ছলিনে মহেরেপুর-২(গাংনী) আসনরে সাবেক জাতীয় সংসদ সদস্য গণ-মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় সকল স্তরের জনগণকে নিয়ে পালন করতে হবে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুরে রাজ্জাক,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী , গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল হুদা বিশ্বাস, আনোয়ার হোসেন পাশা ,আব্দুর রাজ্জাক, ওবাইদুর রহমান কমল, উপজেলা যুবলীগের সেক্রেটারী শফি কামাল পলাশ,যুবলীগের যুগ্ম সেক্রেটারী ও জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম , পৌর আওয়ামীলীগের সেক্রেটারী আনারুল ইসলাম বাবু প্রমুখ।

এছাড়াও গাংনী সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিবসটি পালনে নানা কর্মসূচী গৃহিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এসব কর্মসূচী পালনে একাধীক উপ কমিটি গঠন করা হয়েছে।

Related posts

Leave a Comment